ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

খাঁটি তেল চেনার কয়েকটি উপায়

প্রকাশিত: ০৮:৫৯, ৩১ ডিসেম্বর ২০২০  

তেল কম বেশি সবাই ব্যবহার করেন। চুলের যত্নে তেলের প্রয়োজনীয়তা অনেক বেশি। তবে বাজারে যে সকল তেল পাওয়া যায় তার বেশির ভাগ গুলোই ভেজালে পরিপূর্ণ।
নকল নয়, সুন্দর চুল পেতে হলে খাঁটি তেলের কোনো বিকল্প নেই। তাই ভেজাল এড়িয়ে খাঁটি তেল চেনার দারুণ কিছু টিপস জানা থাকা প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক সেই টিপসগুলো-

নারকেল তেল
> ঠান্ডায় নারকেল তেল জমে যায়, এটি খাঁটি তেল চেনার সব থেকে ভালো উপায়। নারকেল তেল খাঁটি কিনা তা বোঝার জন্য নারকেল তেল ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। যদি তেল পুরোপুরি জমে গিয়ে থাকে তাহলে বুঝবেন আপনার তেল একদম খাঁটি।

> খাঁটি নারকেল তেল একদম ক্লিয়ার ওয়াটার বা পানি কালার হবে, যদি হালকা হলুদ বা গ্রে কালার হয় তাহলে বুঝবেন এতে কেমিক্যাল মেশানো রয়েছে।

> আসল নারকেল তেলে কোনো কড়া গন্ধ থাকবে না। বরং হালকা নারকেলের গন্ধ পাবেন।

> আর সব থেকে বড় বিষয় হলো আসল তেলের দাম বেশি হবে, সস্তা নারিকেল তেল কখনোই বিশুদ্ধ হবে না।

আমন্ড অয়েল
> আমন্ড অয়েল ১০০ ভাগ খাঁটি কিনা তা আসলে বোঝার মতন তেমন কোন পদ্ধতি নেই। তবে খাঁটি আমন্ড অয়েলের বোতলের গায়ে সার্টিফাইড অর্গানিক লেখা থাকে। তাই কেনার সময় অবশ্যই তেলটি কোল্ড প্রেশড কিনা দেখে নেবেন।

> অলিভ অয়েল খাঁটি কিনা বুঝতে ফ্রিজ টেস্ট কাজে আসে। অলিভ অয়েল একটি পাত্রে নিয়ে তা ২ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। যদি ২ ঘন্টা পর তেল জমে শক্ত হয়ে যায় বা হালকা লিকুইড আছে তাহলে বুঝবে এই তেল খাঁটি নয়। খাঁটি অলিভ অয়েল হালকা জমে যাবে বা ঘন হয়ে যাবে।

সর্বশেষ
জনপ্রিয়