ওমরাহযাত্রীদের মক্কা ছাড়ার নির্দেশ
নিউজ ডেস্ক

ওমরাহযাত্রীদের মক্কা ছাড়ার নির্দেশ
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের আগামী ১৮ জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ খবর গতকাল মঙ্গলবার (২৩ মে) প্রকাশ করেছে সংবাদমাধ্যম মাশেবল মিডল ইস্ট। তা ছাড়া ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলেও জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
করোনা মহামারির আগের রূপে ফিরছে পবিত্র হজ। গত ২১ মে জেদ্দায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের বরণের মাধ্যমে শুরু হয়েছে চলতি বছরের হজের সর্বাত্মক কার্যক্রম।
হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) পর্যন্ত ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। এরপর কেউ ওমরাহ পালনের অনুমোদন পাবেন না। তা ছাড়া সব ওমরাযাত্রীকে আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে।
এদিকে গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিশেষ বিধি-নিষেধ আরোপ করে সৌদি আরবের জননিরাপত্তা অধিদফতর। এতে হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই কড়াকড়ির মধ্যে প্রবাসীদের পাশাপাশি সৌদি নাগরিকরাও রয়েছেন।
এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
- যে দোয়া পড়লে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
- যে দোয়া পড়বেন রোগীর সুস্থতার জন্য
- অহংকার পতনের মূল
- কুরআন-হাদিসের আলোকে জেনে নিন কুরবানির ইতিহাস
- যেসব ছোট আমলে বেশি নেকি
- সর্বোত্তম খাবার ও উপার্জন
- রাসুল (সা.)-এর কবর খনন করেন যিনি
- রাতের যে দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেন না
- নফল নামাজের প্রকার ও বিধি বিধান
- যাদের দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন না