কক্সবাজারে কেন গেলেন কাবিলা-ইভা
বিনোদন ডেস্ক:

কক্সবাজারে কেন গেলেন কাবিলা-ইভা
ইভা একটি নাচের অনুষ্ঠান করতে যাবে কক্সবাজারে। সেই কথা কাবিলার সঙ্গে শেয়ার করে ইভা। এরপর কাবিলাকে দেখা গেল কক্সবাজার ছুটে যেতে। এমনই একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন পারসা ইভানা।
যদিও তিনি এই মুহূর্তে নাচের অনুষ্ঠানে অংশ নিতে পোল্যান্ডে রয়েছেন। কিন্তু তার অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজনে তিনি কক্সবাজারে যান একটি করপোরেট শোতে অংশ নিতে। এদিকে রোকেয়া নামের একজন প্রেমিকা থাকা সত্ত্বেও কাবিলা কক্সবাজারে চলে যায়। কাবিলার চরিত্র করছেন জিয়াউল হক পলাশ ও ইভার চরিত্রে পারসা ইভানা।
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকের পছন্দের কারণে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির সিজন ৪ প্রচার হচ্ছে।
নতুন পর্বে দেখা যাচ্ছে, ইভা কক্সবাজারে যাওয়ার পর কাবিলা, শুভ, পাশা, হাবু, শিমুলরা কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করে। এক পর্যায়ে তারা ইভার শো দেখতে কক্সবাজারে আসে। এর আগে ‘গুডবাজ’ নাটকেও পলাশ ও ইভানা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
নির্মাতা কাজল আরেফিন অমি তাদের দুজনের দুটি ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে লেখেন, ‘রোকেয়ার জন্য পাগল কাবিলা, এখন ইভার টানে কক্সবাজার। ’ তার এই পোস্টের কমেন্ট বক্সেও ইভা-কাবিলার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।
পারসা ইভানাকে এই মুহূর্তে টেলিভিশন দর্শকরা চেনেন কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্টের ইভা হিসেবে। শুধু তা-ই নয়, ‘গুডবাজ’ ‘ব্যাডবাজ’ দিয়েও বিশালসংখ্যক মানুষের কাছে পৌঁছে যান ইভানা। তবে ইভানা একজন প্রতিভাবান শিল্পী। ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি।
- এবার শাকিব খানকে নিয়ে যা বললেন অনন্ত জলিল
- করোনার জন্য ঈদের সিনেমা অনিশ্চিত
- অভিনেতা ইরফান খান মারা গেছেন
- শবনম ফারিয়ার জরুরি ডিভোর্স!
- আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন
- অনলাইনে শুরু হচ্ছে ফোক গানের প্রতিযোগিতা
- পরিচয় মিললো টম ইমাম জুটির, মুখ খুললেন তারা
- জয়ন্তের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা
- নিষিদ্ধ পর্নোগ্রাফি জগতে পরীমনি!
- ফেসবুক থেকে উধাও শবনম ফারিয়া