করোনার বিস্তার ঠেকাতে দ্বিতীয় ধাপে লকডাউন মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের পুরোপুরি বিস্তার ঠেকাতে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ৬টি রাজ্যে দ্বিতীয় ধাপে লকডাউন বাড়িয়েছে মালয়েশিয়া।
মালয়েশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় আবারও ৬টি রাজ্যে পুরো লকডাউন ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। একইসঙ্গে দেশটির আন্তঃরাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া বিশেষ ভাষণে এ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।
তিনি বলেন, মালয়েশিয়ায় করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কুয়ালালামপুর, পেনাং, সেলাঙ্গর, মেলাকা, জহুর ও সাবাহ প্রদেশগুলোয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বহাল থাকবে। পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলো ও আগের মতো বহাল থাকবে।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, এমসিও আওতাভুক্ত রাজ্যগুলোর নিয়োগকর্তা এবং কর্মচারীদের অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২২৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৫৫ জন।
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৯ হাজার ১১৫ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
- করোনাভাইরাস
ইতালিতে সুস্থ হলেন এক লাখ ১২ হাজার ৫৪১ জন - যুক্তরাজ্যে ঈদ: মহামারি পরিস্থিতিতে বিশ্ববাসীর নিরাপত্তা চেয়ে দোয়া
- কাশ্মীরে ধরা পড়ল রহস্যঘেরা বিশেষ কবুতর!
- করোনাভাইরাস
বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ছাড়ালো - উত্তর কোরিয়ায় পরমাণবিক যুদ্ধ নিবৃত্তকরণ জোরদারের উপায় নিয়ে আলোচনা
- বিশ্বে করোনায় আক্রান্ত ৫২ লাখ ছাড়ালো
- ভারতে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক, সতর্কতা জারি
- মৃতের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ছুঁইছুঁই