কিশোরগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এটি শহরের গৌরাঙ্গবাজার, রখখোলা, আখড়াবাজার, কালীবাড়ি মোড় হয়ে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজলের নেতৃত্বে শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রা থেকে সরকারের নানা উন্নয়ন তুলে ধরা হয়।
পরে শান্তি সমাবেশ থেকে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা ধরে রাখা এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাস রুখতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। এ সময় লোকে লোকারণ্য হয়ে পড়ে আওয়ামী লীগ অফিসের আশপাশ। গৌরাঙ্গ বাজার থেকে কালীবাড়ি সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- বগুড়ার দুপচাঁচিয়ায় চিহ্নিত ভূমি দস্যু ওমর ফারুক গ্রেফতার সিন্ডিকেটের অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছে ইওন গ্রুপ
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক