কুকুরের সঙ্গে রাত কাটছে শিশুটির
সোশ্যাল মিডিয়া ডেস্ক

কুকুরের সঙ্গে ঘুমাচ্ছে ছোট্ট শিশুটি
ফুটপাতে কুকুরের সঙ্গে ঘুমাচ্ছে ছোট্ট একটি শিশু। ছেলেটির চেহারা ও পোশাক দেখে মনে হবে না সে আসলেই ফুটপাতে থাকে। তাইতো তাকে দেখে চমকে যান পথচারিরা; সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে দেন সেই দৃশ্য।
ভারতের উত্তর প্রদেশের মুজফফর নগরের এ ঘটনা ব্যথিত করেছে অনেককেই। এ ছবি ভাইরাল হওয়ার পর ছেলেটির পরিচয়ও সামনে আসে।
শিশুটির নাম অঙ্কিত। বয়স ৯ থেকে ১০ বছর। স্কুলেও ভর্তি হয়েছিল সে। কিন্তু ভাগ্য তাকে পথে নামিয়েছে। নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারণে কয়েকমাস আগে তার বাবাকে কারাদণ্ড দেয় আদালত।
বাবা কারাগারে যাওয়ার পর তার মা পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে ছেলের প্রতি অবহেলা বাড়তে থাকে। ছেলের কোনো যত্ন না নিয়ে প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াতো অঙ্কিতের মা। অঙ্কিত কিছু বললেই তাকে মারধর করতো। শুধু মা-ই নয়, মায়ের প্রেমিকও তাকে মারধর করতো। এক পর্যায়ে ছেলেকে রেখে চলে যায় অঙ্কিতের মা।
বাবা ও মা বেঁচে থাকলেও অঙ্কিত এখন এতিম। তাই বাসা ছাড়তে হয়েছে তাকে। স্কুলে যাওয়ারও সুযোগ নেই তার। তাই বাসা-বাড়ি, বন্ধু-বান্ধব ছেড়ে সে এখন আশ্রয় নিয়েছে ফুটপাতে। এ শিশুটি তার মা-বাবা ছাড়া অন্য কোনো আত্মীয়-স্বজনের ঠিকানা জানে না।
অঙ্কিত একটি চায়ের দোকানেও কাজ করেছে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা খেটে যা উপার্জন করতো, তা দিয়েই কোনোভাবে ক্ষুধার জ্বালা মেটায় সে। মাঝে মধ্যে পোষা কুকুরেরও পেট ভরাতো সে। দোকান বন্ধ করার পর রাত কাটাতে হতো ফুটপাতেই। প্রচণ্ড শীতের রাতে তার সম্বল একটা চাদর আর সঙ্গী পোষা কুকুরটিই!
সম্প্রতি ছবিটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই পদক্ষেপ নেয় জেলা প্রশাসক। শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে জেলা পুলিশ এ অসহায় শিশুকে খুঁজে নেয়। অঙ্কিত এখন শিশু ও মহিলা কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- কুকুরের সঙ্গে রাত কাটছে শিশুটির
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- হিরো আলমের আফ্রিকান গান: ভিডিও ভাইরাল
- কোভিড সংক্রান্ত ভুল তথ্য ঠেকাবে ফেসবুক
- `ইঞ্জিনিয়ার` পাখির বাসা দেখে মুগ্ধ নেটিজেনরা
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- মাংস ছেড়ে ঘাস চিবিয়ে খাচ্ছে বাঘ, ভিডিও ভাইরাল
- ফেসবুকের বদৌলতে ৪৬ বছর পর হারানো আংটি খুঁজে পেলেন মার্কিন নারী