কোরআনে যেভাবে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে
নিউজ ডেস্ক

কোরআনে যেভাবে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে
আল্লাহর ভয় একজন মুমিনের অন্যতম সম্পদ। মনে সবসময় সবসময় আল্লাহ তায়ালার ভয় থাকা ঈমানের অন্যতম একটি অংশ। মানুষ যখন আল্লাহ তায়ালাকে ভয় করে এবং মনে এই বিশ্বাস রাখে যে তার সব কাজ আল্লাহ দেখছেন একদিন আল্লাহর সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে এবং সব কিছুর হিসাব দিতে হবে, তখন মানুষের পাপাচার কমে যায়।
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না; আল্লাহর ভয়ে যাদের চোখ থেকে পানি ঝরে।’ আল্লাহ তায়ালা নিজেও পবিত্র কোরআনে মুমিনদের তাকে ভয় করার নির্দেশ দিয়েছেন। বর্ণিত হয়েছে,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَ لَا تَمُوۡتُنَّ اِلَّا وَ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ
‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।’ (সুরা আল-ইমরান : আয়াত ১০২)
আল্লাহ সুবহানাহু তায়ালা অন্য আয়াতে ইরশাদ করেন,
فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ
‘তোমরা যদি মুমিন-ই হয়ে থাক, তাহলে তাদেরকে নয় আমাকেই ভয় কর। (সূরা তাওবা, আয়াত, ১৭৫)
আরও বর্ণিত হয়েছে,
فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ
‘তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় কর। (সুরা আল মায়িদা, আয়াত, ৪৪)
وَإِيَّايَ فَارْهَبُونِ
‘আর ভয় কেবলমাত্র আমাকেই কর। (সূরা আল বাকারা, আয়াত : ৪০)
অন্য জায়গায় আল্লাহভীতিকে মুমিনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন,
وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ
‘তারা সর্বদা আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত। (সূরা আল আম্বিয়া, আয়াত, ২৮)
মহান রাব্বুল আলামীন আরও বলেন,
وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ
তারা ভয় ও আশা নিয়ে আমাকে ডাকতো এবং তারাই ছিলো আমার কাছে বিনয়ী। (সূরা আল আম্বিয়া, আয়াত, ৯০)
যারা আক্ষরিক অর্থেই আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে পুরস্কার। ইরশাদ হয়েছে,
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
‘যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয় রাখে, তার জন্য রয়েছে (জান্নাতে) দুটো বাগান। (সূরা আর রাহমান, আয়াত, ৪৬)
ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ
যারা আমাকে এবং আমার আজাবের ওয়াদাকে ভয় করে, তাদের জন্য রয়েছে এ মর্যাদা। (সূরা ইবরাহীম, আয়াত, ১৪)
- যে দোয়া পড়লে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
- যে দোয়া পড়বেন রোগীর সুস্থতার জন্য
- কুরআন-হাদিসের আলোকে জেনে নিন কুরবানির ইতিহাস
- অহংকার পতনের মূল
- যেসব ছোট আমলে বেশি নেকি
- সর্বোত্তম খাবার ও উপার্জন
- রাসুল (সা.)-এর কবর খনন করেন যিনি
- নামাজ না পড়লে দুনিয়ার যেসব শাস্তি অনিবার্য
- রাতের যে দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেন না
- নফল নামাজের প্রকার ও বিধি বিধান