ঢাকায় আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ
নিউজ ডেস্ক

ঢাকায় আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ
২৩টি সদস্য রাষ্ট্র ও ১০টি সংলাপ অংশীদার নিয়ে গঠিত আন্তঃসরকার সংস্থা ভারত মহাসাগর রিম এসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার হিসেবে রাজধানীতে সংস্থার ২২তম কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠক আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বের) ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।এর আগে গত মঙ্গলবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের দু’দিনের বৈঠক শুরু হয়। ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের (সিএসও) বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।আজ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ১৬টি সদস্য দেশ স্বাগতিক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইয়েমেন এবং সংলাপ অংশীদার জাপান থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল যোগদান করবে বলে আশা করা হচ্ছে।এছাড়া অন্যান্য সদস্য রাষ্ট্র- ফ্রান্স, ইরান, কেনিয়া, ওমান, মালয়েশিয়া, সিসিলি, সিঙ্গাপুর এবং সংলাপ অংশীদার- চীন, মিশর, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ বৈঠকে যোগদান করবে।এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ সপ্তাহের শুরুর দিকে এক ব্রিফিংয়ে বলেছেন, আইওআরএ’র চেয়ার হিসেবে বাংলাদেশ কাউন্সিলে বৃহত্তর প্রকল্প গ্রহণ ছাড়াও জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি, অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কৌশল প্রণয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করবে। ঢাকা ভারত মহাসাগরীয় অঞ্চলে কোনো অন্তরায় ছাড়া সবার জন্য ‘অবাধ, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও শান্তিপূর্ণ’ জাহাজ চলাচলের সুযোগ-সুবিধা চায় বলেও মন্ত্রী জানিয়েছেন।মোমেন বলেন, আইওআরএ-এর অগ্রাধিকার ক্ষেত্রগুলো হলো- সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা, সামুদ্রিক অর্থনীতি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন।তিনি আরও নিয়ন্ত্রিত, প্রগতিশীল ও বৈজ্ঞানিক উপায়ে সমুদ্রের সর্বোত্তম ব্যবহারের ওপর জোর দেন।আন্তঃসরকার সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ১৯৯৭ সালের ৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ২১তম আইওরা কম বৈঠকে আইওরার চেয়ার পদ এবং ২০২১ সাল থেকে ২০২৩ পর্যন্ত এর সভাপতিত্বের মেয়াদে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ‘ভারত মহাসাগরের সুযোগগুলো টেকসইভাবে কাজে লাগানো’ বিষয়ক থিম গ্রহণ করে।আইওরা’র সর্বোচ্চ সংস্থা হলো পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল (কম) যা প্রতি বছর বৈঠক করে থাকে।
- PM opens Southeast Asia`s largest fertiliser factory in Narsingdi
- Tk 12,500 announced as minimum wage for RMG workers
- PM vows to make leprosy free Bangladesh by 2030
- Bangladesh joins `50-in-5` campaign as first-mover country to implement DPI
- রাজধানীতে আজ চালু হলো ১০টি ইউটার্ন
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- আগরতলা ষড়যন্ত্র মামলাঃ রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ২৫তম পর্ব: কর্ডন প্রথার বিরুদ্ধে লড়াই
- প্রতিমন্ত্রী জানালেন বাড়তি বিদ্যুত বিল এলে যা করবেন