দেশে প্রথমবার উটপাখির বাচ্চা উৎপাদন, ওজন ৯৪৮ গ্রাম
নিউজ ডেস্ক

দেশে প্রথমবার উটপাখির বাচ্চা উৎপাদন, ওজন ৯৪৮ গ্রাম
দীর্ঘদিন গবেষণার পর উটপাখির ডিম থেকে একটি বাচ্চা উৎপাদন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল গবেষক। ইনকিউবেটরের মাধ্যমে দেশে প্রথমবারের মতো উৎপাদিত ঐ উটপাখির বাচ্চাটির ওজন ৯৪৮ গ্রাম।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের গবেষণাগারে ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর উপর গবেষণারত রয়েছে একদল গবেষক। সেখানে দেড় মাস আগে ১৯টি উটপাখির ডিম বসানো হয়েছিল। সম্প্রতি ঐ ডিমগুলোর মধ্য থেকে একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে।
গবেষণাটিতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ গাফফার মিয়া, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, সুপারভাইজার হিসেবে ছিলেন জেনেটিক্স অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উম্মে সালমা, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান (মিঠু) এবং এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খাদিজা আল ফেরদৌস।
এছাড়াও ছিলেন প্রোডাক্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ পাওয়ার সেন্স অব অস্ট্রিস ইন বাংলাদেশ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পিএইচডির ছাত্র খন্দকার তৌহিদুল ইসলাম, মাস্টার্সের শিক্ষার্থী মো. মুশফিক রহমান ও উটপাখির খামারি এলমিস অটোরাইস মিলের স্বত্বাধিকারী সুলতান ইফতেখার ওয়ালী।
মূলত বর্তমানে রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ গাফফার মিয়া ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ২১টি উটপাখির বাচ্চা এনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ভবন সংলগ্ন এক বিঘা জমিতে খামার স্থাপন করে গবেষণা শুরু করেন। সেখানকার উটপাখির ডিম থেকেই সফলভাবে বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোলাহলযুক্ত পরিবেশ ও শিক্ষার্থীদের গবেষণায় ব্যাঘাত ঘটা থেকে মুক্ত রাখার জন্য ২০২১ সালে খামারি ও ব্যবসায়ী সুলতান ইফতেখার ওয়ালীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সেই থেকে দিনাজপুর জেলার সদর উপজেলার রাণীগঞ্জ মোড়ে নিরাপদ পরিবেশে খামারে উটপাখিগুলো অবস্থান করছে।
ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. এম এ গাফফার মিঁয়া বলেন, দেশে প্রথমবারের মতো সফলভাবে আমাদের ক্যাম্পাস থেকে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে উটপাখির বংশ বিস্তারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
- মোবাইলে সহজে এসএসসির ফল পেতে যেভাবে নিবন্ধন করবেন
- এসএসসির ফল জানাতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু
- এমপিও কোড পেলো মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন সচিব
- এইচএসসির ফল প্রকাশ ডিসেম্বরে, ভর্তি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী
- নন-এমপিও শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ চেয়েছে মন্ত্রণালয়
- ঢাবিতে নুরকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের
- নতুন ডিগ্রী চালুর অনুমোদন পেল বাকৃবি
- এসএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানবেন
- সরকারি টেক্সটাইল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ