নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক
নিউজ ডেস্ক

জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক
দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩১ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা ও জিলা স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা জামায়াত নেতা মকবুল মুন্সীসহ বিভিন্ন এলাকার ৩১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী রয়েছেন।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে নাশকতার চেষ্টায় দিনাজপুর রেলস্টেশন, বাহাদুর বাজার ও জিলা স্কুল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়। এর আগে একই এলাকায় তারা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে দিনাজপুর পৌরসভার সামনে একটি বাসে ওঠার সময় পুলিশ ৩১ নেতাকর্মীকে আটক করে। আটকদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের এসব নেতাকর্মী জেলার বিভিন্ন স্থান থেকে শহরে এসে নাশকতা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে সমবেত হচ্ছিলেন; এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
- জাইমা নয়, ইশরাকের পছন্দ জাফিয়া রহমানকে
- বাঙালির ইতিহাসের লজ্জাজনক এক অধ্যায় ছিল জিয়ার শাসনামল
- ফখরুল বাদ, নেতৃত্বে আসছে রুহুল কবির রিজভী
- আল জাজিরার মিথ্যাচার: বেরিয়ে এলো সামি’র আসল পরিচয়
- রাজধানীর দুই মাদ্রাসা থেকে ৫ শতাধিক ছুরি জব্দ
- যৌবনকালে পরীমনির মতোই উশৃঙ্খল ছিলেন খালেদা জিয়া
- আন্দোলনের ইস্যু না পেয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি
- বাবুনগরী-মামুনুল হকের ষড়যন্ত্র ফাঁস
- বিএনপির সমস্যা সমাধানে বড় বাধা তারেক
- জামায়াতের পর, এবার হেফাজতকে ব্যবহার করছে বিএনপি