ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

পরিমনিকে নিয়ে আতঙ্কে রয়েছেন তসলিমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরিমনিকে নিয়ে আতঙ্কিত লেখিকা তসলিমা নাসরিন। ‘পরীমনি একে ‘মেয়ে, তার ওপর সুন্দরী। তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে’!

এ বিষয়েও তসলিমা আরো লিখেছেন, ‘পরীমনি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল। তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে বাধ্য হল। কারণ সেই সাংবাদিক পরীমনির সিনেমার নিন্দে করেছিল। তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমনি ঠিক নিয়েছিল।’

তসলিমা আরও জানিয়েছেন, ‘এক পরিচালক পরীমনিকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল। পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়! শেষ পর্যন্ত তাকেও সে ছাড়তে বাধ্য হল।

এই লেখায় তসলিমাকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন তার অনুরাগীরা। কেউ বলেছেন, ‘এক সময় ধারণা ছিল সৌন্দর্য মেয়েদের একটা শক্তি। যা তারা নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারে।

সর্বশেষ
জনপ্রিয়