পৃথিবী থেকে উধাও হবে ফোন! কী এই নতুন প্রযুক্তি নিউরালিঙ্ক
নিউজ ডেস্ক
পৃথিবী থেকে উধাও হবে ফোন! কী এই নতুন প্রযুক্তি নিউরালিঙ্ক
সায়েন্স ফিকশন ছবিতে এতদিন যা দেখা গিয়েছে, তা এবার বাস্তবে করতে চলেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। এরই মধ্যে সফল একটি ট্রান্সপ্ল্যান্ট করেছে নিউরালিঙ্ক। এই প্রযুক্তির মাধ্যমে শেষ হতে চলেছে স্মার্টফোনের যুগ!
র মাধ্যমে মানুষের মস্তিষ্ক থেকেই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের সব ফিচার! এমনই প্রযুক্তি উদ্ভাবনের দিকে এগোচ্ছেন ইলন মাস্ক।
জানা গেছে, মাস্ক নিউরালিঙ্ক চিপ ও ইন্টারফেস এরই মধ্যে তৈরি করা হয়েছে, যা মানুষের মস্তিষ্কে বসানো হবে। এটি দিয়েই স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।
এদিন এক্স প্ল্যাটফর্মে সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন টেসলা কর্তা। তার দাবি, ভবিষ্যতে পৃথিবী থেকে উধাও হবে সমস্ত স্মার্টফোন। ফোনে যা যা করা হয়, তা এই চিপের সাহায্যেই হয়ে যাবে।
এক্স প্ল্যাটফর্মে নিজের একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করছেন ইলন মাস্ক। ছবি থেকে বোঝা যাচ্ছে, ফোনের মতো মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ হবে সবকিছু। এই পোস্টে তিনি নিউরালিঙ্ক ইন্টারফেস এবং এক্স ফোনের কথা বলেছেন।
এমনিতে খামখেয়ালি মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন ইলন মাস্ক। তবে আগামীদিনে এই সংক্রান্ত কিছু করার পরিকল্পনা তার থাকলেও থাকতে পারে।
ইলন মাস্ক বলেন, ব্যবহারকারী এবার থেকে ভাবনা দিয়েই স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরো একটি পোস্টে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ফোনের দরকার পড়বে না। আপনি শুধু নিউরালিঙ্ক দেখতে পাবেন।
নিউরালিঙ্ক প্রযুক্তি কী?
নিউরালিঙ্ক হলো একরকম রোবোটিক প্রযুক্তি যা আপনার মস্তিষ্কের সঙ্গে যুক্ত হবে। যেহেতু এটি একটি চিপ, তাই ভাবনা দিয়েই স্মার্টফোন, ট্যাব এবং কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে। সম্পূর্ণ ওয়্যারলেস উপায়ে ডেটা সরবরাহ হবে। ঠিক যেমন ওয়্যারলেস ইয়ারফোনে গান শোনা হয়। ভবিষ্যতে এরকমই একটি ডিভাইস ইনস্টল করা হবে মস্তিষ্কে, যা আরো বেশি উন্নত হবে এবং সেটি দুনিয়া থেকে মোবাইল ফোন মুছে ফেলবে।
তবে ইলন মাস্কের এই প্রস্তাবে কেউ খুশি, তো কেউ হাসি-ঠাট্টা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন মস্তিষ্কে অপারেশন করার চেয়ে ভালো স্মার্টফোন ব্যবহার করা।
- কম্পিউটারে বাংলা প্রচলনের ৩৫ বছর আজ
- ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন
- স্টার্টআপদের দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘আইডিয়াথন’
- সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আসছে কঠোর আইন
- তথ্যপ্রযুক্তিতে ঈর্ষণীয় সাফল্য
- বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’
- হাই-টেক পার্কে চার হাজার কোটি টাকার বিনিয়োগ
- হুয়াওয়েকে আবার আটকেছে ট্রাম্প প্রশাসন