ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

প্রচার প্রচারণায় জমে উঠেছে সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন

প্রকাশিত: ১০:৪৯, ১৩ জুন ২০২১  

ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

আগামী ২১ জুন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর এলাকা। 

শনিবার বৃষ্টি উপেক্ষা করেই পাড়া মহল্লায় প্রার্থীদের গণসংযোগের পাশাপাশি মাইকিং চলছে বেশ জোরেসরে। ভোটারের দ্বারে দ্বারে পৌঁছাতে দিন রাত এক করছেন প্রার্থীরা। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেভাবে। সময় যত ঘনিয়ে আসছে প্রচারণা ততই বাড়ছে। অন্যদিকে, শহরের অধিকাংশ পাড়া মহল্লার রাস্তাঘাটে অলিতে গলিতে পোস্টারে ছেয়ে গেছে। 

সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয়ভাবে আওয়ামী লীগের নৌকা মার্কার মো. আসলাম ও ওয়াকার্স পার্টির হাতুড়ি মার্কা কমরেড রশিদুল ইসলাম। বাকি ৩ জন সতন্ত্র প্রার্থী হলেন সাবেক শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান দুলাল নারিকেল গাছ, মোঃ নাহিদ পাশা চৌধুরী জগ মার্কা, নাজমুন নাহার মুক্তি মোবাইল মার্কা। এছাড়াও ৯টি ওয়ার্ডে ৪৬ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়