প্রতিশ্রুতি বাস্তবায়নে শেখ হাসিনার প্রতি জনগণ খুশি: সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত সংগ্রহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করোনার ভ্যাকসিন দেশে এনেছেন। সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় শেখ হাসিনার প্রতি দেশের জনগণ আজ খুশি।
মঙ্গলবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী এসব বলেন।
সেতুমন্ত্রী বলেন, এদেশের মূল শক্তি দেশের জনগণ। দেশ ও জনগণের স্বার্থে করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে।
ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিএনপি নেতাদের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেয়া ঠিক নয়।
বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনো আমলে নেবে না। প্রধানমন্ত্রীর উপর জনগণের আস্থা আছে। অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করবে জনগণ।
বিএনপি নেতাদের বিতর্কিত মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদেরকে আয়নায় নিজেদের মুখ দেখতে হবে। এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির রয়েছে। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা ১০ আসন উপ-নির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলে যায়নি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপির অহেতুক কারচুপির অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনি তৈরি করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- প্রতিমন্ত্রী জানালেন বাড়তি বিদ্যুত বিল এলে যা করবেন
- করোনা চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি ও ব্যবস্থাপনা
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- ১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
- করোনা থেকে সুস্থ হলেন আরো ৭২ পুলিশ সদস্য
- লালমনিরহাট ও নীলফামারীতে বিজিবি’র ত্রাণ
- আম্ফানের প্রভাবে পটুয়াখালীর ২৫ গ্রাম প্লাবিত
- চালকদের ডোপ টেস্ট করার নির্দেশ প্রধানমন্ত্রীর