প্রতি রাতে সঙ্গীকে স্বপ্নে দেখা কীসের ইঙ্গিত?
নিউজ ডেস্ক

প্রতি রাতে সঙ্গীকে স্বপ্নে দেখা কীসের ইঙ্গিত?
আমরা সবাই কমবেশি স্বপ্ন দেখি। কারও সেই স্বপ্ন মনে থাকে, কেউ আবার চট করে ভুলে যান। মনোবিদরা বলছেন, স্বপ্ন কিন্তু আমাদের মনের অবচেতন কোণে জমে থাকা গল্পের রূপান্তর। মনের ভিতর আটকে থাকা কোনো আশা, সংশয় বা উল্লেখযোগ্য ঘটনাই তৈরি করে স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এই স্বপ্নের নেপথ্যে থাকে ইঙ্গিতও বা মনে জমে থাকা কোনো ভয় বা সংশয়ও।
এই যেমন যদি কেউ রোজ স্বপ্নে তার সঙ্গীকে দেখেন নানাভাবে। তাহলে তার নেপথ্যে রয়েছে নানান ইঙ্গিত।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত কেউ যদি টক্সিক রিলেশনশিপে আটকে থাকেন, তাহলে স্বপ্নে বার বার বয়ফ্রেন্ডকে দেখাটাই স্বাভাবিক। শুধু তাই নয়, কোনো সম্পর্কে থেকেও যদি সেই সম্পর্কের উপর থেকে আস্থা চলে যায়, তাহলে স্বপ্নে বার বার সঙ্গীকে দেখার প্রবণতা থাকে। এমনকি, প্রেমের প্রতি অনীহার থেকেও এরকমটি হতে পারে বলে মনোবিদরা মনে করছেন।
বিশেষজ্ঞদের মতে মূলত, কোনো কারণে জীবনে জটিলতা এলে, তার প্রভাব পড়ে সম্পর্কেই। আর তার ফলেই এরকম স্বপ্ন।
- জন্ডিস হলে যেসব খাবার খাবেন
- ২৪ ঘণ্টায় কতবার চিন্তা করেন, হিসাব করেছেন কি?
- ব্রণের গর্ত দূর করার কার্যকরী উপায়
- ইফতারে প্রাশান্তি দেবে দই বেলের লাচ্ছি
- এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখার পাঁচ উপায়
- বর্ষায় শাক-সবজি পচে যাওয়া রোধে করণীয়
- ত্বকের যত্নে নারকেল তেল
- ইফতারে ঝটপট চিড়ার কাকলেট
- পাঁচ কারণে শিশুকে ঘরের কাজে উৎসাহ দেয়া জরুরি
- তীব্র গরমে যা করা খুব জরুরি