ফোনের আনইন্সটল করা অ্যাপ রিমুভ করবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক

ছবি: সংগৃহীত
স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় এক মুহূর্তে। অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায় এক ক্লিকেই। সময় দেখা থেকে শুরু করে ম্যাপ সব কাজেই ব্যবহার করছেন স্মার্টফোন।
নানান ধরনের অ্যাপে ঠাসা থাকে ফোন। ছবি এডিট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, কিংবা গেমিং অ্যাপ। অনেকেই কিছুদিন পর পর অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে দেন। ফোনের স্পিড বাড়াতে অপ্রয়োজনীয় এবং পুরোনো অ্যাপ রিমুভ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে অনেকেই একটি সাধারণ ভুল করেন। তা হচ্ছে-অ্যাপ আনইনস্টল করেন কিন্তু পুরোপুরি রিমুভ করেন না।
জানেন কি? অ্যাপ আনইনস্টল করার পর আপনার ফোনের স্ক্রিনে হয়তো সেটি দেখা যাচ্ছে না তবে ফোনের ভেতরে সেটি ঠিকই থেকে যাচ্ছে। ফলে স্টোরেজ খালি হচ্ছে না। আবার ফোনের স্পিডও ধীরে ধীরে কমতে থাকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পুরোপুরি ফোন থেকে অ্যাপ রিমুভ করতে পারবেন-
>> এজন্য আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যান।
>> সেখান থেকে উপরে ডানে আপনার গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
>> এবার এখান থেকে সিলেক্ট করুন ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’।
>> এখানে ম্যানেজ অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন।
>> এরপর আপনার ফোনে যত অ্যাপ ইনস্টল করা আছে সবই দেখতে পাবেন। এখান থেকে চাইলে অ্যাপ আপডেট করতে পারবেন। তবে যে অ্যাপগুলো এরই মধ্যে আনইনস্টল করেছেন সেগুলো দেখতে এখানে ‘আনইনস্টল’ অপশনে ক্লিক করুন।
>> এখান থেকে নিচে ‘নো আনইনস্টল’ একটি অপশন পাবেন, ক্লিক করুন।
>> আপনি এতদিন রিমুভ করতে গিয়ে যত অ্যাপ আনইনস্টল করেছেন সবই দেখতে পাবেন। অর্থাৎ এগুলো সব ফোনেই থেকে গেছে।
>> এবার সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন।
- ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি
- কম্পিউটারে বাংলা প্রচলনের ৩৫ বছর আজ
- স্টার্টআপদের দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘আইডিয়াথন’
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- তথ্যপ্রযুক্তিতে ঈর্ষণীয় সাফল্য
- ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন
- সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আসছে কঠোর আইন
- বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’
- হুয়াওয়েকে আবার আটকেছে ট্রাম্প প্রশাসন
- হাই-টেক পার্কে চার হাজার কোটি টাকার বিনিয়োগ