ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

মোংলায় চলছে ৬ষ্ঠ দিনের কঠোর বিধি নিষেধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ৫ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার কঠোর বিধি নিষেধের ৬ষ্ঠ দিনে মোংলায় সকল ধরণের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এরফলে শহরে লোকসমাগম অন্যান্য দিনের তুলনায় খুবই কম। পৌর এলাকা জুড়ে কঠোর নজরদারী ও টহল দিতে দেখা গেছে প্রশাসনকে। তবে শহরের প্রধান কাঁচা, মাছ, মাংস ও মুদি বাজারের চিত্র একই। সেখানে ক্রেতা-বিক্রেতারা মাস্ক বিহীন গাদাগাদি করে চলাচল করছে। প্রয়োজন ছাড়া অহেতুক বাহিরে ঘুরাঘুরি না করা,  মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মানার জন্য প্রতিনিয়ত সচেতনতামুলক ডিজিটাল প্রচারণা চালাচ্ছে

পৌর কর্তৃপক্ষ। করোনা আক্রান্তদের বাড়ী বাড়ী খাবার, ফলমুল পৌঁছে দেয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যেরও খোঁজ খবর নিচ্ছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।  

এদিকে করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে বাড়ী বাড়ী গিয়ে ফ্রি অক্সিজেন বোতল সরবরাহ করে আসছেন শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। 

এদি কে সংক্রমণ বাড়তে থাকায় শনিবার থেকে সপ্তাহের শুক্রবার বাদে বাকী সব কয়দিন করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়