মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ
নিউজ ডেস্ক

ছবি : সংগৃহীত
কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মৌলভীবাজারের কমলগঞ্জে এক কৃষকের পাকা ধান কেটে দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের কৃষক আলতা মিয়ার এক বিঘা জমিতে পাকা ধান কাটতে নামেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কাটা ধান জমি থেকে বাড়িতে পৌঁছে দেন তারা।
এ সময় কৃষক আলতা মিয়া বলেন, ধান কাটার উপযুক্ত হলেও করোনার কারণে শ্রমিক সংকটে পড়েছিলাম। যে শ্রমিক পাই তারা বেশি মজুরি দাবি করে। এ কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলাম। আজ মাত্র দেড় ঘণ্টার মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা সব ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সালমান ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মাসুমের নেতৃত্বে মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুমেল,মুরাদ,কামরুল, হৃদয়, উজ্জ্বল, রকিব, রনি, জাকির, রাজু অর্ধশতাধিক নেতাকর্মীর ধান কাটায় অংশ নেয়। তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ।
মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সালমান বলেন, কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। এমন খবর পেয়ে আমরা ছাত্রলীগের সদস্যদের নিয়ে জমিতে চলে যাই। একজন কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- বগুড়ার দুপচাঁচিয়ায় চিহ্নিত ভূমি দস্যু ওমর ফারুক গ্রেফতার সিন্ডিকেটের অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছে ইওন গ্রুপ
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক