ময়মনসিংহ নগরীর দর্শনীয় স্থানগুলো বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক

ছবিঃ সংগৃহীত
নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও জনসমাগম ঠেকাতে ময়মনসিংহ সিটি করপোরেশনের দর্শনীয় স্থানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ শুক্রবার থেকে এসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে। এ ছাড়া করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি উপজেলায় মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এরই মধ্যে শহরের দর্শনীয় স্থান শিল্পাচার্য জয়নুল উদ্যান ও বিপিন পার্ক বন্ধ ঘোষণা করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এসব স্থানে ব্যানার ঝোলানো হয়। এ ছাড়া জেলার সব কমিউনিটি সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সব কোচিং সেন্টার, বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশও বন্ধ থাকবে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নগরীর দোকানপাট, শপিংমল রাত ৮টার আগে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধি-নিষেধ মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং করোনারোধে সরকারি নির্দশনা বাস্তবায়নে সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন চারটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। নতুন করে যাদের করোনা শনাক্ত হচ্ছে, তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- বগুড়ার দুপচাঁচিয়ায় চিহ্নিত ভূমি দস্যু ওমর ফারুক গ্রেফতার সিন্ডিকেটের অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছে ইওন গ্রুপ
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক