যে দোয়া পড়লে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
ধর্ম ডেস্ক

মাথা ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার। মাঝে মধ্যে একটু-আধটু মাথা ব্যথা হয় না- এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঘুম কম হলে অথবা অধিক দুশ্চিন্তায় কিংবা অন্য কারণ-অকারণে মাথা ব্যথা হতে পারে। তাই মাথা ব্যথা হলে না ঘাবড়িয়ে ব্যথা না হওয়ার মাধ্যম ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই শ্রেয়।
মাথা ব্যাথা হলে কী দোয়া পড়তে হবে তা কোরআন-হাদিসে বিশেষভাবে উল্লেখ নেই। তবে আলেম-ওলামা ও ধর্মীয় বিশেষজ্ঞরা কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন আমল নির্ণয় করেছেন। পাশাপাশি বিভিন্ন দোয়াও উল্লেখ করেছেন।
যারা মাইগ্রেনসহ বিভিন্ন কারণে মাথা ব্যথায় আক্রান্ত হন। তাদের এ ব্যথা থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক; মাথা ব্যথা হলে কোরআনুল কারিমের যে দোয়াটি পড়তে হবে-
আরবি উচ্চারণ: لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন। (সূরা: ওয়াকিয়া, আয়াত : ১৯)।
যেভাবে এ দোয়া পড়বেন: যখন কারো মাথা ব্যথায় হয়। তখন তার ডান হাত দিয়ে মাথা চেঁপে ধরে তিন বার এই দোয়াটি পাঠ করবে। ইনশাআল্লাহ! মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা, আমাদের সবাইকে কোরআনি আমলের মাধ্যমে সব ধরনের অসুস্থতা থেকে হেফাজত করুন। আমিন।
- যে দোয়া পড়লে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
- যে দোয়া পড়বেন রোগীর সুস্থতার জন্য
- কুরআন-হাদিসের আলোকে জেনে নিন কুরবানির ইতিহাস
- অহংকার পতনের মূল
- রাসুল (সা.)-এর কবর খনন করেন যিনি
- সর্বোত্তম খাবার ও উপার্জন
- যেসব ছোট আমলে বেশি নেকি
- নামাজ না পড়লে দুনিয়ার যেসব শাস্তি অনিবার্য
- রাতের যে দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেন না
- মু’আয বিন জাবাল (রা.)কে মহানবী (সা.)-এর ১০ উপদেশ