রোনালদোর জোড়া গোলে আল নাসরের বড় জয়
নিউজ ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে আল শাবাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। যদিও পর্তুগিজ অধিনায়কের হ্যাটট্রিক করার সুযোগ ছিল, এছাড়া ক্যারিয়ারের ৮৫০ গোলের মাইলফলক ছোঁয়ার সুযোগ ছিল। তবে ম্যাচের তৃতীয় পেনাল্টি দিয়ে দিলেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে।
দলের হয়ে আরও একটি করে গোল করেন সাদিও মানে ও সুলতান আল-ঘানাম। ম্যাচে রোনালদো জোড়া গোল করেছেন পেনাল্টি থেকেই। তবে মানের গোলটি হয়েছে রোনালদোর সহায়তা।
মঙ্গলবার ঘরের মাঠে খেলার ১২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। এরপর ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন তিনি। এর ২ মিনিট পর গোল করান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা মানেকে দিয়ে। আল ঘানাম ম্যাচের চতুর্থ গোল করেন ৭৯ মিনিটে। তবে রোনালদো পেনাল্টি নেওয়ার দায়িত্বটা যাকে দিয়েছিলেন সেই ঘারিব অবশ্য গোল করতে পারেননি।
লিগ প্রথম দুই ম্যাচে হারা আল নাসর নিজেদের তৃতীয় ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল। সে ম্যাচে রোনালদো করেছিলেন হ্যাটট্রিক। সব মিলিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো (৫)। সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’ও তার (২)।
- ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সূচি
- ফাঁকা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
- এলপিএলের নিলামে পাঁচ টাইগার ক্রিকেটার, আছেন সাকিবও
- মেসি এমবাপ্পে নেইমারের গোলে পিএসজির জয়
- মাশরাফীর জ্বিন পেতে চায় তামিম
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকায় যেভাবে সাহায্য করবেন মাশরাফি
- ‘ক্রিকেটের সবচেয়ে বড় আসর’ আইপিএলের সময় আন্তর্জাতিক ম্যাচ নয়!
- ম্যাক্সওয়েল-ক্যারিতে ইংলিশদের হারালো অজিরা
- আফ্রিদির সাহায্য থেকে বাদ যায়নি মন্দিরও