ঢাকা, রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

শরীয়তপুরে গ্যাস কূপ খননে ‘রিগ মাস্ট’ স্থাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২১ অক্টোবর ২০২২  

শরীয়তপুরে গ্যাস কূপ খননে ‘রিগ মাস্ট’ স্থাপন

শরীয়তপুরে গ্যাস কূপ খননে ‘রিগ মাস্ট’ স্থাপন

২০১৪-১৫ অর্থবছরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি থেকে খুলনা পর্যন্ত বিশাল এলাকাজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন সমীক্ষা (টুডি সিসমিক জরিপ) করা হয়। ওই জরিপে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের।

দিনারা গ্রামে কূপ খননের জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এজন্য শরীয়তপুরে ১নং গ্যাস কূপ খনন শুরু হবে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে। এরই মধ্যে ‌‌‘রিগ মাস্ট’ (রিগের সবচেয়ে ওপরের ভারি অংশ) স্থাপন করা হয়েছে। 

বাপেক্স ও শরীয়তপুর জেলা প্রশাসন সূত্র জানায়, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তৈরি করা হয় ৯৫ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প। প্রকল্পটি চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। অনুসন্ধান কূপ খনন করার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে ৬ দশমিক ৪৯ একর জমির হুকুম দখল নেয়া হয়েছে। ওই জমিতে থাকা ফসলের দুই বছরের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

সম্প্রতি দিনারা গ্রামে গিয়ে দেখা যায়, পাঁচ একর জমিতে টাঙানো হয়েছে গ্যাস অনুসন্ধান কূপ খননের নিশানা। ফসলি জমির চারদিক পাইলিং করে বালু ফেলে ভরাট করা হয়েছে। প্রকল্প এলাকায় ভারী যন্ত্রপাতি আনা-নেয়া কাজের জন্য নির্মাণ করা হয়েছে সড়ক ও কালভার্ট।

গ্যাসের খবরে উচ্ছ্বসিত দিনারা এলাকাবাসী। নিজেদের বাপ-দাদার জমি গেলেও গ্যাস অনুসন্ধান করার খবরে উচ্ছ্বসিত দিনারাবাসী। তারা বলছেন, গ্যাসের অনুসন্ধানে সফলতা মিললে নির্মাণ হবে কলকারখানা। গ্রাম পাবে নগরায়ণের ছোঁয়া, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। 

শরীয়তপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) খান সালমান হাবিব বলেন, গ্যাস অনুসন্ধান করতে দুই বছরের জন্য ৬ দশমিক ৪৯ একর জমির হুকুম দখল নেয়া হয়েছে। দুই বছরের ফসলের ক্ষতিপূরণ বাবদ ২৫ লাখ ১৮ হাজার ৫৫৬ টাকা জমির মালিকদের দেওয়া হচ্ছে। যদি এর মজুত বেশি থাকে তাহলেই বাপেক্স উৎপাদন ক্ষেত্র স্থাপন করবে। 

বাপেক্সের মহাপরিচালক ও শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১–এর প্রকল্প পরিচালক (পিডি) মো. তোফায়েল উদ্দিন সিকদার বলেন, শরীয়তপুর ১নং কূপ খননের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স গতকাল বৃহস্পতিবার সফলভাবে বিজয়-১০ রিগ মাস্ট স্থাপন করেছে। নভেম্বরের প্রথম দিকে শুরু হবে খনন কাজ। খনন শেষে এই কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপরই সেখানে কূপ খননের সিদ্ধান্ত নেয় বাপেক্স। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়