শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন বুড়িমারী স্থলবন্দর দিয়ে
নিউজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশি পাসপোর্টধারী লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। তাদের মধ্যে দার্জিলিং থেকে আসা ছয়জন ঢাকার, তিনজন চট্টগ্রামের ও তিনজন রংপুরের হারাগাছ এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দেশে ফেরা ১২ জনকে বুড়িমারীতেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুড়িমারী ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ১২ জন বাংলাদেশি ফিরে আসার পাশাপাশি চারজন ভারতীয় নাগরিক অনুমতি নিয়ে নিজ দেশে ফিরে গেছেন।
ভারত ফেরত জাহিদুল ইসলাম বলেন, ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে চিকিৎসা না নিয়েই ফিরতে হয়েছে। আর্থিক কারণে বুড়িমারীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকা সম্ভব না। তাই আমাদের হোম কোয়ারেন্টান দেয়ার অনুরোধ করেছি।
বুড়িমারী স্থলবন্দরের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল আহম্মেদ জানান, ভারত ফেরতদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ও শরীরের তাপমাত্রা, ঠাণ্ডা, কাশি, এলার্জির সমস্যা আছে কিনা তা যাচাই করেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- বগুড়ার দুপচাঁচিয়ায় চিহ্নিত ভূমি দস্যু ওমর ফারুক গ্রেফতার সিন্ডিকেটের অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছে ইওন গ্রুপ
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডকে ৩ টি অঞ্চলে বিভক্ত
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন