ঢাকা, রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

শেরপুরের নকলায় সরকারি কর্মকর্তা ও সূধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১৯ জুলাই ২০২৩  

শেরপুরের নকলায় সরকারি কর্মকর্তা ও সূধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

শেরপুরের নকলায় সরকারি কর্মকর্তা ও সূধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও সূধীজনের সাথে ময়মনসিংহ বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এছাড়ও উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মুনসুর আহেমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্রো, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সূধীজনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ক্যারাতে ড্রেস, বই ও বিআরডিবি’র অপ্রধান শস্য কর্মসূচীর উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে ফলদ ও ঔষধী বৃক্ষ রোপন করেন। দোকান ঘর দিয়ে ২জন ভিক্ষুককে পূনর্বাসন করেন। বিকেলে বিভাগীয় কমিশনার উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়