ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ময়মনসিংহে নৌকার জয়জয়কার
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান। তিনি জানান, ৩১ জানুয়ারি দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। রাতে ভালুকা ও ফুলপুর উপজেলা পরিষদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১০ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন- উথুরা ইউনিয়নে মো. নূরুল ইসলাম, মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী, ভরাডোবায় শাহ আলম তরফদার, ধীতপুরে লুৎফর রহমান খান সারফুল, ভালুকা সদরে সিহাব আমীন খান, মল্লিকবাড়িতে এসএম আকরাম হোসাইন, ডাকাতিয়ায় হারুনূর রশিদ, কাচিনায় মুশফিকুর রহমান লিটন, হবিরবাড়িতে তোফায়েল আহম্মেদ বাচ্চু, রাজৈ'তে নূরুল ইসলাম বাদশা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিরুনিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে শামসুল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিতরা হলেন- রুপসী ইউনিয়নে শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউনিয়নে মো. দেলোয়ার মোজাহিদ সরকার, ছনধরা ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ, ভাইটকান্দি ইউনিয়নে নিয়ে আলাল উদ্দিন আহমেদ এবং সিংহেশ্বর ইউনিয়নে মো. শাহ আলী।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন- রামভদ্রপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. রোকনুজ্জামান, ফুলপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. রেজাউল হক ফকির রাসেল, পয়ারী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. মফিজুল ইসলাম, বওলা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে
- জাইমা নয়, ইশরাকের পছন্দ জাফিয়া রহমানকে
- ফখরুল বাদ, নেতৃত্বে আসছে রুহুল কবির রিজভী
- আল জাজিরার মিথ্যাচার: বেরিয়ে এলো সামি’র আসল পরিচয়
- রাজধানীর দুই মাদ্রাসা থেকে ৫ শতাধিক ছুরি জব্দ
- বাঙালির ইতিহাসের লজ্জাজনক এক অধ্যায় ছিল জিয়ার শাসনামল
- আন্দোলনের ইস্যু না পেয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি
- বাবুনগরী-মামুনুল হকের ষড়যন্ত্র ফাঁস
- বিএনপির সমস্যা সমাধানে বড় বাধা তারেক
- জামায়াতের পর, এবার হেফাজতকে ব্যবহার করছে বিএনপি
- বিএনপির ইন্ধনে অপকর্মে লিপ্ত শিবির নেতারা!