সমীকরণে যেভাবে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
নিউজ ডেস্ক
সমীকরণে যেভাবে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পায় সাকিবের দল। তবে কাগজে-কলমে এখনো আসরে টিকে আছে টাইগাররা।আসরের ফাইনাল খেলতে হলে ভারতকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে রোহিত শর্মাদের শুধু হারালেই হবে না, বাংলাদেশকে তাকিয়ে থাকতে বাকি তিন দলের দিকেও। যেখানে বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে হলে সুপার ফোরের সবগুলো ম্যাচ জিততে হবে পাকিস্তানকে।
বাংলাদেশকে হারানো পাকিস্তানের নিজেদের পরের দুই ম্যাচে ভারত ও শ্রীলংকাকে হারাতে হবে। টানা তিন ম্যাচে জয় পেলে তাদের সংগ্রহ হবে ৬ পয়েন্ট। শ্রীলংকা এরই মধ্যে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারতে হবে লংকানদের।
সেক্ষেত্রে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করবে লংকানরা। অন্যদিকে, ভারতকে হারতে হবে পাকিস্তান ও বাংলাদেশের কাছে। তবে জয় পেতে হবে লংকানদের বিপক্ষে। ফলে গ্রুপ পর্ব শেষে তাদের নামের পাশেও থাকবে ২ পয়েন্ট।
পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে বাংলাদেশের পয়েন্ট এখন শূন্য। তবে ভারতের বিপক্ষে জিতলে টাইগাররা পাবে ২ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করলেও তখন বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে ফাইনালে পাকিস্তানের সঙ্গী নির্বাচন করতে হবে নেট রানরেটের ভিত্তিতে।
সবমিলিয়ে বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণটা অনেক কঠিন হলেও অসম্ভব নয়।
- ফাঁকা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
- ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সূচি
- এলপিএলের নিলামে পাঁচ টাইগার ক্রিকেটার, আছেন সাকিবও
- মেসি এমবাপ্পে নেইমারের গোলে পিএসজির জয়
- মাশরাফীর জ্বিন পেতে চায় তামিম
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকায় যেভাবে সাহায্য করবেন মাশরাফি
- ম্যাক্সওয়েল-ক্যারিতে ইংলিশদের হারালো অজিরা
- আফ্রিদির সাহায্য থেকে বাদ যায়নি মন্দিরও
- ‘ক্রিকেটের সবচেয়ে বড় আসর’ আইপিএলের সময় আন্তর্জাতিক ম্যাচ নয়!