সেলফি তুলতে গিয়ে মাছের ঘেরে নিখোঁজ, ৫ ঘণ্টা পর মিলল লাশ
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
কক্সবাজার শহরের টেকপাড়ায় মাছের ঘেরে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়োজিত সী-সেফ লাইভ গার্ডের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করেন।
নিহত ফয়সাল পশ্চিম টেকপাড়া সিকদার মহল এলাকার শফিউল আলমের ছেলে। সে চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল জানান, বিকাল ৫টার দিকে ফয়সাল ও তার দুই বন্ধু মিলে বাঁকখালী নদী লাগোয়া একটি মাছের ঘেরে ঘুরতে যায়। এক পর্যায়ে সেখানে সেলফি তুলতে গিয়ে পা পিছলে মাছের ঘেরে তলিয়ে যায় ফয়সাল। সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা ঘেরে নেমে অনেকক্ষণ ধরে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে ফায়াস সার্ভিস দলকে খবর দিলে তারা এসে দেখে যান। কিন্তু ডু্বুরি না থাকায় পানিতে নামেনি। পরে রাত সাড়ে ১০টার দিকে সৈকতে নিয়োজিত সী-সেফ লাইফ গার্ডের সদস্যদের আনা হয়। তারা এসে ফয়সালের মরদেহ উদ্ধার করেন।
ফয়সালের সঙ্গে থাকা বন্ধু রাকিব জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তিন বন্ধু মিলে ঘুরতে পার্শ্ববর্তী মাছের ঘেরে যান। সেখানে সেলফি তুলতে গিয়ে এক বন্ধু পড়ে যান। তাদের মধ্যে কেউ সাঁতার না জানায় বাকি দুই বন্ধু ফয়সালকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মুনির উল গিয়াস। তিনি জানান, নিহত ফয়সাল নেওয়াজের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- বগুড়ার দুপচাঁচিয়ায় চিহ্নিত ভূমি দস্যু ওমর ফারুক গ্রেফতার সিন্ডিকেটের অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছে ইওন গ্রুপ
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক