স্বাস্থ্যগত উপকারিতা আছে চুমুতে
লাইফস্টাইল ডেস্ক

ছবি: সংগৃহীত
চুমু উষ্ণতা ছড়ায়, বাড়ায় ভালোবাসা। বিশেষজ্ঞরা বলছেন, ঠোঁটে চুমুর নাকি স্বাস্থ্যগত উপকারিতাও আছে। তবে হ্যাঁ, করোনাকালে কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে।
গবেষণা বলছে আপনি যদি ৩০ মিনিট ধরে চুমু খান তাহলে আপনার শরীরের ৬৮ ক্যালোরি ঝরে।
* গবেষণা বলছে, চুমু খেলে রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়। যার ফলে অ্যালার্জি থেকে মুক্তি মেলে।
* চুমু খেলে দুশ্চিন্তা কমে। কমে উচ্চ রক্তচাপের সমস্যা।
* প্রচন্ড মাথা ব্যথা করছে। আদর করে চুমু খান। দেখবেন ব্যথা উধাও!
* চুমু খুব ভালো ফেসিয়াল এক্সারসাইজের কাজ করে। ত্বকে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়া বা বলিরেখা আটকাতে এবার থেকে নিয়ম করে চুমু খান।
* চুমু খেলে শক্তিশালী হয় ফুসফুস। তাই অনেক ক্ষেত্রে ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।
- জন্ডিস হলে যেসব খাবার খাবেন
- ২৪ ঘণ্টায় কতবার চিন্তা করেন, হিসাব করেছেন কি?
- ইফতারে প্রাশান্তি দেবে দই বেলের লাচ্ছি
- এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখার পাঁচ উপায়
- বর্ষায় শাক-সবজি পচে যাওয়া রোধে করণীয়
- ইফতারে ঝটপট চিড়ার কাকলেট
- পাঁচ কারণে শিশুকে ঘরের কাজে উৎসাহ দেয়া জরুরি
- ত্বকের যত্নে নারকেল তেল
- তীব্র গরমে যা করা খুব জরুরি
- ব্রণের গর্ত দূর করার কার্যকরী উপায়