হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে নান্দনিকতার ছোঁয়া পেল শাহী মসজিদ
নিউজ ডেস্ক

ফাইল ছবি
হবিগঞ্জে প্রায় ছয়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী উচাইল শংকরপাশা শাহী মসজিদটি অবশেষে নান্দনিকতার ছোঁয়া পেয়েছে।নির্মাণ করা হয়েছে নান্দনিক অযুখানা। করা হয়েছে রংও। এবারই প্রথম এমন একটি অযুখানা নির্মাণ করা হয়। এর আগে ভাঙা অযুখানা এবং একমাত্র টিউবওয়েলই ছিল মসজিদের আসা মুসল্লিদের একমাত্র ভরসা।
জানা গেছে, সদর উপজেলার ঐতিহ্যবাহীগুলোর মধ্যে একটি শংকরপাশা শাহী মসজিদ। এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পঞ্চদশ শতকের প্রথমার্ধে নির্মাণ করেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ৯০ দশকে এরশাদ সরকারের আমলে এটি প্রত্মতত্ত্ব বিভাগ অধিনে নেয়।তখন মসজিদের কিছু সংস্কার হলেও পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। প্রত্মতত্ত্ব বিভাগের অধিনে থাকায় স্থানীয়রাও এটির সংস্কার করতে পারেনি।এবার মসজিদটিতে একটি নান্দনিক অযুখানা নির্মাণের উদ্যোগ নেন জেলা প্রশাসক ইশরাত জাহান। তার প্রচেষ্টায় নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে।
এসময় তার সঙ্গে ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার ও মসজিদ কমিটির সদস্যরা।
জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, স্থানীয়দের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে নান্দনিক এ অযুখানা নির্মাণ করা হয়েছে। এখানে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করেছেন।
তিনি বলেন, মসজিদের মূল ভবনের রং করেছে প্রত্মতত্ত্ব বিভাগ। ফলে এতিহ্যবাহী এ মসজিদটি এখন অনেক সুন্দর ও নান্দনিক হয়েছে।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- বগুড়ার দুপচাঁচিয়ায় চিহ্নিত ভূমি দস্যু ওমর ফারুক গ্রেফতার সিন্ডিকেটের অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছে ইওন গ্রুপ
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক