ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

হিলিতে বেড়েছে কাঁচা মরিচ আমদানি, কমছে দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১২ আগস্ট ২০২৪  

হিলিতে বেড়েছে কাঁচা মরিচ আমদানি, কমছে দাম

হিলিতে বেড়েছে কাঁচা মরিচ আমদানি, কমছে দাম

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। ফলে কমতে শুরু করেছে দাম। দু’দিনের ব্যবধানে হিলি বাজারে কেজিতে কাঁচা মরিচের দাম কমেছে ৪০ টাকা। বন্দরের তথ্যানুযায়ী, শনিবার ভারতীয় ২২ ট্রাকে ২০৬ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। রবিবার বিকেলে হিলির খুচরা বাজার ঘুরে দেখা যায়, কিছুদিন আগে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা কেজিতে ৪০ টাকা কমে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা রিফাত হোসেন বলেন, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে খেতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদনও অনেক কম হচ্ছে। তাই মোকামে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। বর্তমানে দেশীয় কাঁচা মরিচ না পাওয়ায় আমদানি করা মরিচ বিক্রি করছি।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। বাজার স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে অন্যান্য পণ্যসহ কাঁচা মরিচ আমদানি বাড়ানো হয়েছে। আমদানিকৃত কাঁচা মরিচ আশপাশের উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে দাম আরও কমবে বলে আশা করছি।

সর্বশেষ
জনপ্রিয়