‘শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করতে না পারলে টিকে থাকা কঠিন’
নিউজ ডেস্ক

ছবিঃ সংগৃহীত
শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে না পারলে ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকা কঠিন হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
রোববার (১৬ জানুয়ারি) ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের ছাত্র-ছাত্রীরা মেধাবী ও সৃজনশীল। তাদের কাছে অসাধ্য বলে কিছু নেই। তাদের আগামী দিনের উপযোগী করে তৈরি করতে আমাদের সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান মোস্তাফা জব্বার।
তিনি বলেন, আমাদের বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে না পারলে এটি হবে আমাদের জন্য একটি কঠিন সংকট। এই সংকটের দায় আমাদেরকেই বহন করতে হবে। শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এই দায় মুক্ত করা সম্ভব বলে উল্লেখ করেন মোস্তাফা জব্বার।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও প্রাথমিক শিক্ষা জাতীয়করণ, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফসহ যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তির যুগে প্রবেশ করেছে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিতে বিস্ময়কর রূপান্তর সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী।
- কম্পিউটারে বাংলা প্রচলনের ৩৫ বছর আজ
- তথ্যপ্রযুক্তিতে ঈর্ষণীয় সাফল্য
- স্টার্টআপদের দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘আইডিয়াথন’
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আসছে কঠোর আইন
- ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন
- বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’
- হাই-টেক পার্কে চার হাজার কোটি টাকার বিনিয়োগ
- হুয়াওয়েকে আবার আটকেছে ট্রাম্প প্রশাসন
- কম দামে উন্নতমানের ভিআর আনলো ফেসবুক