ময়মনসিংহের মুক্তাগাছায় শেষ হলো সেনবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
গুলির শব্দে প্রকম্পিত চারপাশ, বহিঃশত্রুর বিরুদ্ধে চলছে তীব্র লড়াই। সাঁজোয়া যান নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। একের পর এক আক্রমণে নাকাল শত্রুবাহিনী। অতঃপর, শত্রুর আত্মসমর্পণ আর বাংলার দামাল সেনাদের যুদ্ধজয়।
এমনই গল্পের দৃশ্যপট সাজিয়ে ময়মনসিংহের মুক্তাগাছার চেচু বাজার এলাকায় চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্যদিয়ে শেষ হলো বাংলাদেশ সেনবাহিনীর চার সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ‘অনুশীলন নবদিগন্ত’।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তিতে এবারই প্রথম লজিষ্টিকস ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সেনাবাহিনীর হাতে আসা নতুন অস্ত্র, সরঞ্জাম এবারের অনুশীলনে ব্যবহারের পাশাপাশি সেনাবাহিনীর লজিস্টিক্স স্থাপনা প্রথমবারের মত সেনানিবাসের বাইরে মোতায়েন করা হয়। অনুশীলনে সাঁজোয়া বহর, এপিসি, দূর পাল্লার এমএলআরএস, সেনাবাহিনীর ছত্রীসেনা ও বিমান বাহিনীর জঙ্গি বিমানও অংশগ্রহণ করে।
এ বিষয়ে সেনা সদর দফতরের সামরিক গোয়েন্দা পরিদফতরের পরিচালক সেনাবাহিনী সদর দফতরের কমান্ড ও সাপোর্ট গ্রুপ সেনা নিবাসের বাইরে পূর্ণাঙ্গরূপে মোতায়েন হয়ে অনুশীলন করেছে। এ বছর সকল লজিস্টিক স্থাপনা বিগত ৫০ বছরে প্রথমবারের বাইরে এসে অংশগ্রহণ করেছে।
এই অনুশীলন সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে বলে জানান সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রথমবারের মতো লজিস্টিক এফটিএক্স সেনাবাহিনী পর্যায় করছে। যার অর্থ সেনাসদরও ময়দানে আছে। স্বাধীনতা ও বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তীতে আমরা মনে করছি এটি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মাইলফলক।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- বগুড়ার দুপচাঁচিয়ায় চিহ্নিত ভূমি দস্যু ওমর ফারুক গ্রেফতার সিন্ডিকেটের অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছে ইওন গ্রুপ
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক