জন্মদিনের ছবিতে তীব্র কটাক্ষের শিকার তানজিন তিশা
নিউজ ডেস্ক

অভিনেত্রী তানজিন তিশা
ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজ করার কথা চলছে তার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে। নেটিজেনরা বলছেন, সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। ওই ভিডিওতে আরো দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন আবার গানের তালে তালে নাচছেন।
এই নিয়ে নেট দুনিয়ায় ঝড় বয়ে যায়। সেই ঝড় যে এখনো থামেনি তা তানজিন তিশার সোশ্যাল হ্যান্ডেল খেয়াল করলেই বোঝা যায়। সম্প্রতি নিজের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। আর সেই আয়োজনের একঝলক শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
আর এই ছবিতেই তীব্র আক্রমণ করে বসেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই শরীফুল রাজকে নিয়ে প্রশ্ন তুলেছেন ছবির মন্তব্য বাক্সে। শুধু তা-ই নয়, কেউ কেউ মাতাল বলেও কটাক্ষ করছেন। অবশ্য তিশার ভক্তরাও বসে নেই, তারাও পাল্টা আক্রমণে চেপে ধরছেন নেটিজেনদের।
সাদা শাড়ি ও হালকা সবুজ ব্লাউজের সঙ্গে গহনায় তানজিন তিশাকে যে মোহনীয় লাগছে সে কথাও বলতে ভোলেননি ভক্তরা।
- এবার শাকিব খানকে নিয়ে যা বললেন অনন্ত জলিল
- করোনার জন্য ঈদের সিনেমা অনিশ্চিত
- অভিনেতা ইরফান খান মারা গেছেন
- শবনম ফারিয়ার জরুরি ডিভোর্স!
- আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন
- পরিচয় মিললো টম ইমাম জুটির, মুখ খুললেন তারা
- অনলাইনে শুরু হচ্ছে ফোক গানের প্রতিযোগিতা
- জয়ন্তের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা
- নিষিদ্ধ পর্নোগ্রাফি জগতে পরীমনি!
- ছয় মাস আগে বিয়ে করেছেন ফারিণ!