টিকটকের বিকল্প নতুন অ্যাপ বানালো দুই ভাই
সোশ্যাল মিডিয়া ডেস্ক

টিকটকের বিকল্প নতুন অ্যাপ বানালো দুই ভাই
চীনা অ্যাপ টিকটকের বিকল্প হিসেবে নতুন একটি অ্যাপ আসছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুডগাম জেলার দুই ভাই অ্যাপটি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে, টিকটিকের ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহারে আগ্রহী হবে।
জি নিউজর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, কাশ্মীরি দুই ভাইয়ের নাম টিপু সুলতান ওয়ানি এবং মোহেদ ফারুক। দুইজনের মধ্যে টিপু একজন অ্যাপ ডেভলপার। অন্যদিকে ফারুক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা দুইজনই এর আগে নিউক্লিয়ার ওয়ানি নামে একটি অ্যাপ বানিয়েছে যা শেয়ার ইট থেকেও কয়েকগুণ দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারে। ভারতে শেয়ার ইট নিষিদ্ধ হওয়ার পর অনেকেই নিউক্লিয়ার ওয়ানি ব্যবহার করছেন।
টিকটকের আদলে অ্যাপ নির্মাণ প্রসঙ্গে টিপু বলেন, নিউক্লিয়ার ওয়ানি অ্যাপটি বানানোর পর আমরা ভারতীয় জনগণ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। টিকটিক নিষিদ্ধ হওয়ার পর অনেকেই আমাদের অ্যাপটির আদলে একটি অ্যাপ বানানোর পরামর্শ দেয়।
পরে আমরা তা বানানোর সিদ্ধান্ত নেই। মাত্র এক মাসেই একটি অ্যাপ তৈরি করে ফেলি আমরা। আমার বড় ভাই ফারুক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে না থাকলে হয়তো এই অ্যাপ তৈরি করা সম্ভব হতো না।
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- কুকুরের সঙ্গে রাত কাটছে শিশুটির
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- হিরো আলমের আফ্রিকান গান: ভিডিও ভাইরাল
- কোভিড সংক্রান্ত ভুল তথ্য ঠেকাবে ফেসবুক
- `ইঞ্জিনিয়ার` পাখির বাসা দেখে মুগ্ধ নেটিজেনরা
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- মাংস ছেড়ে ঘাস চিবিয়ে খাচ্ছে বাঘ, ভিডিও ভাইরাল
- বাংলাদেশে ভ্যাট সংক্রান্ত সেবা পেতে নিবন্ধন নিল ফেসবুক