বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শিগগিরই নগদ অর্থ বরাদ্দ আসছে: পরিকল্পনামন্ত্রী
নিউজ ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ বরাদ্দ শিগগিরই আসছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
গতকাল শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, আপনাদের জন্য খুবই দ্রুত সময়ের মধ্যে অর্থ বরাদ্দ আসছে। বন্যা পরিস্থিতিতে সমানভাবে সব মানুষের অধিকার নিশ্চিতে আমরা কাজ করছি।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরির্দশন করেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা গত ১০-১২ বছরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এ দেশে রাজাকারের দিন শেষ। রাজাকারের বিচার হবে। আর সব ধর্মের লোক মিলেমিশে একসঙ্গে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দেবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক, তাকে সহায়তা দেওয়া হবে।
- রাজধানীতে আজ চালু হলো ১০টি ইউটার্ন
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- বাজার অস্থির করার অপপ্রয়াস মেনে নেবে না সরকার ; সেতুমন্ত্রী
- প্রতিমন্ত্রী জানালেন বাড়তি বিদ্যুত বিল এলে যা করবেন
- আগরতলা ষড়যন্ত্র মামলাঃ রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা
- ২৫তম পর্ব: কর্ডন প্রথার বিরুদ্ধে লড়াই
- করোনা চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি ও ব্যবস্থাপনা
- কৃষি প্রক্রিয়াজাতে বিনিয়োগের আহ্বান ড. আব্দুর রাজ্জাকের