চতুর্থ দিন শেষ ২৯ রানে এগিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দল
বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ২৯ রানে এগিয়ে আছে টাইগাররা। ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকার সংগ্রহ দিন শেষে দুই উইকেটে ৩৯ রান।
তৃতীয় দিন শেষে বাংলাদেশ জয়ের যে স্বপ্ন দেখছিল তা কিছুটা রঙ হারায় চতুর্থ দিনের ধীর ব্যাটিংয়ে। উইকেট থেকে সুবিধা পাওয়ার সময়টায় প্রথম সেশনে মুশফিকুর রহিম ও লিটন দাস রান তুলেছেন ধীর গতিতে। ১৮৯ বলে ৮৮ রান করে লিটন বিদায় নিলেও শতকের দেখা পেয়েছেন মুশফিক।
২৭০ বলে শতক হাঁকানো মুশফিক ২৮২ বলে ১০৫ রান করে সুইপ করতে গিয়ে বোল্ড হন। শেষপর্যন্ত ১৭০.১ ওভারে ৪৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে লিড দাঁড়ায় ৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা দীর্ঘ শেষ সেশনে হারিয়েছে দুটি উইকেট, বিনিময়ে সংগ্রহ করেছে ৩৯ রান। বাংলাদেশ এখনো এগিয়ে আছে ২৯ রানে।
দুটি উইকেটেই অবদান তাইজুল ইসলাম। সরাসরি থ্রোতে ওশাদা ফার্নান্দোকে রানআউট করার পর অসাধারণ ডেলিভারিতে বোল্ড করেছেন নাইটওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে। ১৮ রান করে অপরাজিত আছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)
টস: শ্রীলংকা
শ্রীলংকা ১ম ইনিংস: ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৫/৯ (১৭০.১ ওভার)
তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮, সাকিব ২৫, তাইজুল ৩০, শরিফুল ৩ রিটায়ার্ড আউট
রাজিথা ৬০/৪, আসিথা ৭২/৩, ধনঞ্জয়া ৪৮/১, এম্বুলদেনিয়া ১০৪/১
শ্রীলংকা ২য় ইনিংস: ৩০/২ (১৭.১ ওভার)
করুনারত্নে ১৭*, ওশাদা ১৯, এম্বুলদেনিয়া ২
তাইজুল ০/১
শ্রীলংকা ২৯ রানে পিছিয়ে।
- ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সূচি
- এলপিএলের নিলামে পাঁচ টাইগার ক্রিকেটার, আছেন সাকিবও
- ফাঁকা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
- মেসি এমবাপ্পে নেইমারের গোলে পিএসজির জয়
- ‘ক্রিকেটের সবচেয়ে বড় আসর’ আইপিএলের সময় আন্তর্জাতিক ম্যাচ নয়!
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- মাশরাফীর জ্বিন পেতে চায় তামিম
- আফ্রিদির সাহায্য থেকে বাদ যায়নি মন্দিরও
- ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকায় যেভাবে সাহায্য করবেন মাশরাফি
- ম্যাক্সওয়েল-ক্যারিতে ইংলিশদের হারালো অজিরা