ঢাকা, মঙ্গলবার   ০৬ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

চেকআপ করাতে গিয়েই হুট করে ডেলিভারি : মাহি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ৩১ মার্চ ২০২৩  

জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি

জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি

কয়েকদিন আগেই ছেলেসন্তানের মা হয়েছেন ঢাকাইয়া ছবির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।গত মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে রাজপুত্রের জন্ম দেন তিনি। তবে এটি অনেকটা স্বপ্নের মতোই মনে হচ্ছে তার কাছে।

কেননা তিনি এর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। মাহি গণমাধ্যমকে বলেন, আমি তো ওই দিন নিয়মিত শারীরিক চেকআপ করাতে হাসপাতালে গিয়েছিলাম। গিয়েই হঠাৎই ডেলিভারির জন্য ভর্তি হতে হয়েছে। নির্দিষ্ট সময়ের এক মাস আগেই আমার সন্তান পৃথিবীতে এলো।

তবে একমাত্র পুত্রসন্তানের জন্মে অনেক আনন্দিত এ নায়িকা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামী ও নবজাতকের ছবি আলাদা আলাদা পোস্ট করে জানিয়েছেন সেসব উচ্ছ্বাসের কথা।

সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করলেন ‘অগ্নি’খ্যাত অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার রাত ৭টায় ফেসবুকে স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সারাজীবন সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করব, যাদের এই আনন্দের মুহূর্তে আমরা কাছে পেয়েছি। আর যাদের পাইনি।

সর্বশেষ
জনপ্রিয়