নিজ হাতে মাঠকর্মীদের যত টাকা উপহার দিলেন সাকিব
নিউজ ডেস্ক

সাকিব আল হাসান
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান ছুটেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখান থেকে আবার মাঝ উইকেটের দিকে যান টাইগার অলরাউন্ডার। সেখানে পৌঁছে দুই কিউরেটর ও মাঠ কর্মীদের কিছু একটা বলেছিলেন তিনি।
পরে জানা গিয়েছিল, সাকিবের কাছ থেকে অর্থ পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মাঠকর্মীরা।
গতকাল শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে ৭ উইকেটের পরাজয় বরণ করে বাংলাদেশ। এদিন হারলেও সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এদিনও ম্যাচ শেষ হতে সাকিব দিলেন আবারো বড় মনের পরিচয়।
গতকাল চট্টগ্রামের ২৬ মাঠকর্মীকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা দিয়েছেন সাকিব। নগদ সেই অর্থ ম্যাচ শেষে নিজ হাতে চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছে বুঝিয়ে দিয়েছেন তিনি। এই টাকা শুধুমাত্র মাঠকর্মীদের জন্যই।
মাঠে সেই টাকা বন্টনও করে দিয়েছেন কিউরেটর বাবু। অবশ্য সাকিবের আগের বরাদ্দকৃত ১ লাখ টাকা এখনো মাঠকর্মীদের হাতে এসে পৌঁছায়নি। এ বিষয়ে কিউরেটর বাবু জানিয়েছেন যেহেতু ক্যাশ করার ব্যাপার, দ্রুতই চলে আসবে বরাদ্দকৃত সেই টাকা।
- ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সূচি
- এলপিএলের নিলামে পাঁচ টাইগার ক্রিকেটার, আছেন সাকিবও
- ফাঁকা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
- মেসি এমবাপ্পে নেইমারের গোলে পিএসজির জয়
- ‘ক্রিকেটের সবচেয়ে বড় আসর’ আইপিএলের সময় আন্তর্জাতিক ম্যাচ নয়!
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- মাশরাফীর জ্বিন পেতে চায় তামিম
- আফ্রিদির সাহায্য থেকে বাদ যায়নি মন্দিরও
- ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকায় যেভাবে সাহায্য করবেন মাশরাফি
- ম্যাক্সওয়েল-ক্যারিতে ইংলিশদের হারালো অজিরা