কম দামে উন্নতমানের ভিআর আনলো ফেসবুক
তথ্যপ্রযুক্তি ডেস্ক

ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অকুলাস কোয়েস্ট এনেছে ফেসবুক। ছবি: সংগৃহীত
ভিআর মানে ভারচুয়াল রিয়ালিটি। যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য বেশ উপযোগী ভিআর। এবার দ্বিতীয় প্রজন্মের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অকুলাস কোয়েস্ট এনেছে ফেসবুক। প্ল্যাটফর্মটির জন্য দুটি ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি অ্যাসাসিন ক্রিড এবং স্প্লিন্টার সেল ডেভেলপ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অরিজিনাল কোয়েস্ট আসার ১৬ মাস পরে নতুন ভিআর কোয়েস্ট আনলো ফেসবুক। ধারণার চেয়ে কম মূল্যে আনলেও মান অনেক উন্নত বলে দাবি করছে সামাজিক মাধ্যম জায়ান্টটি।
নতুন এই ভিআরে উচ্চ রেজ্যুলেশনের ডিসপ্লে দেয়া হয়েছে, যা প্রতিটি চোখে প্রায় ‘টু-কে’ রেজুলেশনে দেখা যাবে। প্রতিষ্ঠানটি বলছে, এটি আগের ভিআরের চেয়ে ৫০ শতাংশ বেশি পিক্সেল থাকছে। ছোট একটি জায়গার মধ্যে থেকেই ভার্চুয়াল পৃথিবীর উপরে-নিচে, ডানে-বামে সব দিক ঘোরার মজা দেবে। এই অভিজ্ঞতা দিতে কোনো ধরনের সেন্সর ব্যবহার করা হয়নি। কম্পিউটারেও কোনো সফটওয়্যার ইন্সটলের প্রয়োজন পড়বে না।
ফেসবুক বলছে, নতুন ভিআর কোয়েস্টে লেখা পড়ার ক্ষেত্রে আরো বেশি সুবিধা পাওয়া যাবে। ভিআর কোয়েস্টে দেয়া হয়েছে নতুন শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্সআর২ প্রসেসর। এতে উচ্চ রেজ্যুলেশনের ৩৬০ ডিগ্রি ভিডিও ও গ্রাফিক্স দেখা যাবে কোনো জটিলতা ছাড়াই। থাকছে আরো দীর্ঘস্থায়ী ব্যাটারি।
৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৯৯ পাউন্ড থেকে কমিয়ে ২৯৯ ডাউন্ড করেছে। এছাড়া, দ্বিতীয় আরেকটি ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য হবে ৩৯৯ পাউন্ড বা ৫১৬ মার্কিন ডলার।
- কম্পিউটারে বাংলা প্রচলনের ৩৫ বছর আজ
- তথ্যপ্রযুক্তিতে ঈর্ষণীয় সাফল্য
- স্টার্টআপদের দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘আইডিয়াথন’
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আসছে কঠোর আইন
- ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন
- ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি
- বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’
- হুয়াওয়েকে আবার আটকেছে ট্রাম্প প্রশাসন
- হাই-টেক পার্কে চার হাজার কোটি টাকার বিনিয়োগ