ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শিক্ষাখাতে আমাদের সবচেয়ে বেশি ব্যয় করা উচিত: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২৪ এপ্রিল ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রয়োজনের তুলনায় শিক্ষা খাতে বাজেট কম। এজন্য এ খাতে আমাদের সবচেয়ে বেশি ব্যয় করা উচিত।

গতকাল শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘শিক্ষার বাজেট, বাজেটের শিক্ষা: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, কোথায় আছি আমরা?’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, শিক্ষা খাতে বাজেট অবশ্যই বাড়ানো উচিত। আমি এটা নিয়ে সংসদে বারবার কথা বলেছি। সামনে আরো বেশি করে বলব, যেন শিক্ষায় বাজেট বাড়ানো হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষাবঞ্চিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবি জানান।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, গত দুই বছর করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়নি। অনেক মেয়েদেরই এসময়ে বিয়ে হয়ে গেছে। কোভিড-১৯ শিক্ষা খাতে অনেক ক্ষতি হয়েছে। আমাদের ক্ষতি কাটাতে এ উদ্যোগ অনেক কাজে দেবে।

সর্বশেষ
জনপ্রিয়