ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পর্তুগালের হয়ে ক্রিকেটে অভিষেক হলো বাংলাদেশের ছেলে নিপুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ২৩ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ পর্তুগালের হয়ে ক্রিকেটে অভিষেক হলো বাংলাদেশের ছেলে সিরাজউল্লাহ খাদিম নিপুর। চলতি মাসের ১৯ তারিখে মাল্টার বিপক্ষে একটি টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামে পর্তুগাল জাতীয় ক্রিকেট দল। এদিন ওই ম্যাচে পর্তুগিজদের হয়ে মাঠে নামেন তিনি । 

ধীরে ধীরে ক্রিকেটের দিকে ঝুঁকেছে ইউরোপের দেশগুলো। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রিকেটারদের উপস্থিতিতেই হচ্ছে দলগঠন। তারই ধারাবাহিকতায় পর্তুগালে পাড়ি জমিয়েছেন নিপু।

নিপুর অভিষেক ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে মাল্টা। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলে দলটি। এদিন বল হাতে ৪ ওভারে ২৪ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন নিপু।

১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে তিন উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিপুর পর্তুগাল। 

দলের হয়ে সর্বোচ্চ ওপেনার আজহার আন্দানি। আর ২ বলে ১ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন নিপু।

বাংলাদেশ দলের বর্তমান সময়ের সেরা তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তামিম ইকবালের এক সময়ের সতীর্থ ছিলেন নিপু। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলার স্বপ্ন নিয়ে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন তিনি।

বিকেএসপিতে তার দক্ষতায় মুগ্ধ হন নির্বাচকরাও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, ১৯, ২৩ দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের জন্য নির্বাচিত হন নিপু।

সর্বশেষ
জনপ্রিয়