ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পাঁচ প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশী।

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বক্তারপুর ইউনিয়নে মুঃ আতিকুর রহমান আখন্দ নৌকা প্রতীকে ১৩১২১ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী কাজী মাহবুব হাসান ঘোড়া প্রতীকে ৪৮৫৮ ভোট, জাঙ্গালীয়া ইউনিয়নে নৌকা প্রতীকে গাজী সারোয়ার হোসেন ৭৯৭৮ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলি মোটরসাইকেল প্রতীকে ৬২৩৪ ভোট, বাহাদুরসাদী ইউনিয়নে নৌকা প্রতীকে মোঃ শাহাবুদ্দিন আহমেদ ১২৪৪০ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাকের পার্টির মোঃ আনোয়ার হোসেন গোলাপ ফুল প্রতীকে ৮৮৩ ভোট, তুমলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে মোঃ আবু বকর মিয়া ও মোক্তারপুর ইউনিয়নে নৌকা প্রতীকে এস এম আলমগীর হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে জামালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ খাইরুল আলম মোটরসাইকেল প্রতীকে ৮৬২১ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান খান পেয়েছেন ৬৪৯৬ ভোট।

তুমলিয়া ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে শিখা বেগম বই প্রতীকে ২৫৩৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব হেলেনা বেগম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৩৫৭ ভোট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬টি ইউনিয়নের সদস্য ও অবশিষ্ট সংরক্ষিত সদস্যদের বেসরকারী ফলাফল তৈরী সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফারিজা নুর ও মোহাম্মদ ওমর ফারুক।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়