ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে হোসেনপুরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ২৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২২ জুন মঙ্গলবার দুপুরে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্যোগ অধিদপ্তরের বাস্তবায়নে মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী

কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান, হোসেনপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়