ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন রেকর্ড করেছেন অধিনায়ক বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৬ আগস্ট ২০২১  

বিরাট কোহলি

বিরাট কোহলি

বর্তমান বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এ ব্যাটসম্যান। প্রতিনিয়ত অন্যদের পাশাপাশি নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন। ভালো রেকর্ডের পাশাপাশি আছে লজ্জার রেকর্ডও। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চবার শূন্যরানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন কোহলি।

ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে খেলতে নেমে প্রথম বলেই কট বিহাইন্ড হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর তাতেই এক লজ্জার রেকর্ড গড়েন তিনি। 

টেস্ট ক্যারিয়ারে এটি কোহলির ১৩তম শূন্যরানেই ইনিংস। আর ভারতীয় অধিনায়ক হিসেবে নবম। এতে বিব্রতকর রেকর্ডটি থেকে মুক্তি পেয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। ধোনি দলনেতা হিসেবে টেস্টে আটবার শূন্যতে আউট হয়েছেন।

এছাড়া সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির এই অভিজ্ঞতা আছে ৭ বার এবং কপিল দেবের ৬ বার।

টেস্টসহ ক্রিকেটের তিন সংস্করণেই সর্বোচ্চ শূন্যরানে আউট হওয়ার রেকর্ডটির মালিকও কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ১৫ বার শূন্য রানে আউট হলেন তিনি। 

আগেই ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলির ১৩ শূন্যকে।

সর্বশেষ
জনপ্রিয়