শ্রীনগরে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানায় উঠেছে ৭টি গৃহহীন পরিবার
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে শ্রীনগরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
শ্রীনগরে দ্বিতীয় পর্যায়ে মোট ২১টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার উপজেলার বাঘড়া ইউনিয়নের ৭টি গৃহহীন পরিবারের কাছে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে এসব নির্মাণাধীন ঘর পর্যায়ক্রমে পরিবারগুলোকে হস্তান্তর করা হবে। এর আগে আশ্রয়ণ-২ প্রকল্প কার্যক্রমের আওতায় প্রথম পর্যায় শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭০টি গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর দেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, উপজেলা পিআইও অফিসার আশেকুর রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’
- ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন
- মুক্তাগাছায় নানা উদ্যোগ-সাফল্যে জনসাধারণের প্রশংসায় ভাসছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা
- মসিকের তথ্য অধিকার দিবস-২০২০ এর ১ম পুরস্কার অর্জন
- ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক
- সিলেটে হবে শিল্পায়ন বাড়বে কর্মসংস্থান
- ময়মনসিংহ নগরীর দর্শনীয় স্থানগুলো বন্ধ ঘোষণা