ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

পরাণের রাজকে নিয়ে এখন হাওয়ায় ভাসছি: পরীমনি

বিনোদন ডেস্ক:

প্রকাশিত: ০৯:৪৪, ৪ আগস্ট ২০২২  

পরাণের রাজকে নিয়ে এখন হাওয়ায় ভাসছি: পরীমনি

পরাণের রাজকে নিয়ে এখন হাওয়ায় ভাসছি: পরীমনি

আনাগত সন্তানের অপেক্ষায় অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে তাদের ঘরে আসছে নতুন অতিথি। এই সময়টা পরীমনি তার ‘জীবনের সেরা সময়’ বলে উল্লেখ করেছেন।

পরীমনি বলেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আর রাজ জীবনের সেরা সময় কাটাচ্ছি। একদিকে ওর (সন্তান) জন্য অপেক্ষা। অন্যদিকে একের পর এক রাজের সাকসেস।

সন্তানের জন্য নানাভাবে প্রস্তুতি নেওয়ার কথা জানান পরীমনি। নবজাতকের জন্য প্রায় সব কিছুরই ব্যবস্থা করে ফেলেছেন। জামা থেকে শুরু করে জুতা, ডায়াপার-  সব কিছুই প্রস্তুত করে রেখেছেন।

এদিকে মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অনাগত সন্তানের জন্য প্রস্তুতির বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরী। ছবিতে রাজের সঙ্গে তাকে দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- তার আসার আয়োজন।

২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে রাজের সঙ্গে প্রেম হয় পরীর। এরপর একই বছর অক্টোবরে বিয়ে করেন তারা। চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এ নায়িকা। একই সঙ্গে সামনে আসে তাদের বিয়ের খবরও।

সর্বশেষ
জনপ্রিয়