আগামী মাসেই দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:

আগামী মাসেই দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সেপ্টেম্বর উইন্ডোতে দুটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে এই দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ।
আগামী মাসে প্রথমে কম্বোডিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সূচি অনুসারে ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মাঠেই ম্যাচটি খেলবে জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে, প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
এই দুই দেশের মধ্যে সাধারণত বাংলাদেশের বেশি ম্যাচ খেলা হয়ে থাকে নেপালের বিপক্ষে। দুই দেশই দক্ষিণ এশিয়ার হওয়ায় আঞ্চলিক লড়াইয়ের পাশাপাশি তাদের বিপক্ষে অনেক প্রীতি ম্যাচও খেলা হয়।
এ পর্যন্ত হিমালয়ের দেশটির বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছে ২৩টি। জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী। বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, ৭টি হেরেছে এবং ড্র হয়েছে ৩টি ম্যাচ।
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের বেশি ম্যাচ খেলা হয়নি। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের মাধ্যমে দুই দেশ প্রথম মুখোমুখি হয়েছিল। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। দুই দল সর্বশেষ ম্যাচ খেলেছে ২০১৯ সালের ৯ মার্চ। এ ম্যাচটিও হয়েছিল কম্বোডিয়ার মাঠে। রবিউল হাসানের একমাত্র গোলে বাংলাদেশ সেই ম্যাচ জিতেছিল।
মাঝে বাংলাদেশ ও কম্বোডিয়া দুইবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ একটি জিতেছে এবং অন্যটি ড্র করেছে। অর্থাৎ যে চারবার দুই দেশ মুখোমুখি হয়েছে তার মধ্যে ৩ বারই জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হয়েছে ড্র।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ এখন ১৯২ এবং দুই প্রতিপক্ষ কম্বোডিয়ার র্যাংকিং ১৭৪ ও নেপালের ১৭৬। র্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ভালো ফলাফল করতে পারলে বাংলাদেশের র্যাংকিংও উন্নতি হতে পারে।
- ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সূচি
- ফাঁকা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
- এলপিএলের নিলামে পাঁচ টাইগার ক্রিকেটার, আছেন সাকিবও
- মেসি এমবাপ্পে নেইমারের গোলে পিএসজির জয়
- মাশরাফীর জ্বিন পেতে চায় তামিম
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকায় যেভাবে সাহায্য করবেন মাশরাফি
- ‘ক্রিকেটের সবচেয়ে বড় আসর’ আইপিএলের সময় আন্তর্জাতিক ম্যাচ নয়!
- ম্যাক্সওয়েল-ক্যারিতে ইংলিশদের হারালো অজিরা
- আফ্রিদির সাহায্য থেকে বাদ যায়নি মন্দিরও