ত্রিশালে পল্লী বিকাশ স্কুলের উদ্বোধন ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে পল্লাী বিকাশ স্কুল উদ্বোধন ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পল্লী বিকাশ ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে রামপুর ইউনিয়নের বীররামপুর বেলতলীতে হতদরিদ্র ঝড়ে পড়া শিশুদের বিনামূল্যে শিক্ষা দানে স্কুল উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমান। পল্লী বিকাশ ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের নির্বাহি পরিচালক সোহেল রানার সভাপতিত্বে ও সাংবাদিক জিম্মানুল আনোয়ারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসাস কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক খোরশিদুল আলম মজিব।

অন্যান্যদের উপস্থিত ছিলেন, নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বাসাস ত্রিশাল শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ত্রিশাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ। 

এছাড়াও সময়ের আলো ত্রিশাল প্রতিনিধি হুমায়ুন কবীর, ব্রাঞ্চ ম্যানেজার ফয়জুর রহমান, এনামুল হক, ক্যাশিয়ার শিহাব উদ্দিন প্রমূখ। স্কুল উদ্বোধনী অনুষ্ঠান শেষে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।