সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু ৭ ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৫:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সারাদেশে একযোগে আগামী ৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনার টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার দেশের পাঁচটি হাসপাতালে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলার মতো টিকাদানেও আমরা সফল হবো।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ঔষধ প্রশাসন টিকা ব্যবহারের উপযোগিতা সনদ দিয়েছে। এর ফলে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে আসা ৫০ লাখ টিকা প্রয়োগে আর কোনো বাধা থাকল না।