ময়মনসিংহে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

এস এ এম রফিকুন্নবী

এস এ এম রফিকুন্নবী

ময়মনসিংহে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাহেল হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এস এ এম রফিকুন্নবীকে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।